রিমান্ডে নির্যাতন করা থানার পুলিশকে ফুলেল শুভেচ্ছা ছাত্রদল নেতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ১০:০৭

অনন্য উদাহরণ তৈরি করলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা উবায়দুল্লাহ নাঈম। যে থানায় রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছিলেন সেই থানার কর্মকর্তাদের মঙ্গলবার রাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন তিনি।

গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সর্বাত্মক শাটডাউন কর্মসূচির সমর্থনে ছাত্রদলের মিছিল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা উবায়দুল্লাহ নাঈমকে গ্রেপ্তার করে অমানুষিক নির্যাতন করে রাজধানীর মতিঝিল থানা পুলিশ।

রিমান্ডে নির্যাতনে অসুস্থ হয়ে পড়া নাঈমকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে জেলে। পরবর্তীতে জামিন লাভের পর অসুস্থ নাঈম থানায় যান তার ব্যবহৃত মোবাইল ফোন সংগ্রহ করতে। এ সময় মতিঝিল থানায় কর্মস্থলে ফেরা পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ্ নাঈম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেল আহমেদকে বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা, জনগণের নিরাপত্তা, সামাজিক মূল্যবোধ রক্ষায় পুলিশের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করবে তার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।”

এসময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. জাকির হাসান নাঈম, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল সরকার সুজন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিনহাজুল আবেদীন, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান হৃদয়, বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আয়াত উল্লাহ্, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম, মো. আবু জাফর, মো. ফয়সাল আহম্মেদ রামীম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/জেবি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :