তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে জামালপুরের পাসপোর্ট কর্মকর্তার অসদাচরণ  

প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ১৯:৩২

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ উঠেছে জামালপুরের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার দেবের বিরুদ্ধে।

বুধবার দুপুর ২টার দিকে জামালপুর শহরের বিজয় চত্বরে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ ঘটনা ঘটে। 


তথ্য চাওয়ায় সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাগর ফরাজী, ময়না আকন্দ, সাইমুম সাব্বির শোভন ও  শাওন মোল্লার সঙ্গে অসদাচরণ করেন তিনি। 

 প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর আলম বলেন-‘দুপুর দুইটার দিকে আমরা কয়েকজন সাংবাদিক কিছু তথ্যের জন্য পাসপোর্ট কার্যালয়ে যাই। সেখানে সহকারী পরিচালকের কক্ষে প্রবেশ করার আগেই উত্তম কুমার দেবকে দেখা যায়। তিনি দরজায় দাঁড়িয়ে কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে গোপন আলাপ করছিলেন। আমরা পরিচয় দিতেই তিনি উত্তেজিত হয়ে যান। তিনি আমাদেরকে তার কক্ষে প্রবেশ করতে দিচ্ছিলেন না। পরে আমরা কিছু তথ্য চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে কক্ষে প্রবেশ করেন। আমরা সবাই তার রুমে গিয়ে বসি।’ 


প্রেসক্লাব জামালপুরের কোষাধ্যক্ষ সাগর ফরাজী বলেন-‘এডি সাহেবের রুমে বসে আমরা কিছু তথ্য চাই। মাসে গড়ে কতজন পাসপোর্টের জন্য আবেদন করে? কোন ধরনের পাসপোর্ট বেশি হয়? এই দুইটি প্রশ্ন করার পরে তিনি আরও উত্তেজিত হয়ে উচ্চস্বরে বলেন- আমার কাছে কোনো তথ্য নেই। সব তথ্য ডিজি অফিসে। আপনারা ঢাকা যান। আমি এখন খেতে যাবো। আমার এতো সময় নেই। এই কথা বলে তিনি আমাদেরকে রুমের ভেতরে রেখে বের হয়ে যান এবং দরজা লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে আমরা বের হয়ে আসি।’

প্রেসক্লাব জামালপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ময়না আকন্দ বলেন-‘একজন সাংবাদিক তথ্যের জন্য সরকারি কার্যালয়ে যেতেই পারে। তথ্য দেওয়া যাবে কিনা সেটি পরের বিষয়। তথ্য দেওয়া যাবে না বললেই আমরা চলে আসতাম। কিন্তু এমন ব্যবহার করাটা তার ঠিক হয়নি।’


এমন ঘটনায় সহকারী পরিচালক উত্তম কুমার দেবের শাস্তির দাবি জানিয়েছে জামালপুরের সাংবাদিক নেতারা।


জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন-‘জামালপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় নিয়ে হাজারো অভিযোগ রয়েছে। তাদের প্রতিটি শিরায় শিরায় অনিয়ম- দুর্নীতি। এবার আমরা এর শেষ দেখবো। প্রশাসনের কাছে আমাদের দাবি একটাই। পরিবর্তনের এই যুগে এমন দুর্নীতিবাজ কর্মকর্তা আমরা জামালপুরের মাটিতে দেখতে চাই না। তার বিচার না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।’


তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি জামালপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার দেব। 


জেলা প্রশাসক মো. শফিউর রহমান জানান- ‘একজন সাংবাদিক তথ্যের জন্য সরকারি কার্যালয়ে যেতেই পারে।  সহকারী পরিচালকের এমন ব্যবহার করা ঠিক হয়নি। আমি এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’


এর আগে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে জেলার সাংবাদিকেরা। সবশেষ দুর্নীতি ও অনিয়মের কারণে সোমবার পাসপোর্ট কার্যালয়ে গিয়ে প্রতিবাদ ও হুঁশিয়ারি করে জামালপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পরে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন করেন তারা।  

(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএস)