আনিসুল হকসহ সাবেক আরও তিন এমপি ও সিটিজেন ব্যাংকের চেয়ারম্যানের হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ২৩:০১| আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০২:২০
অ- অ+

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তিন সংসদ সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের স্ত্রী, সন্তান এবং মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিএফআইইউ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাবেক তিন সংসদ সদস্য হলেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের মির্জা আজম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জান্নাত আরা হেনরী এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ফাহমী গোলন্দাজ বাবেল।

এছাড়াও এদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আইনি প্রতিষ্ঠানের সহযোগী ও তার মালিকানাধীন সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান তৌফিকা করিমের ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ। আনিসুল হকের মায়ের মৃত্যুর পর সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পান তৌফিকা করিম আফতাব।

তৌফিকা করিম আফতাব। স্ত্রী মৃত্যুর পর আনিসুল হকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তৌফিকা করিমের।

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো বিএফআইইউ এর নির্দেশনায় বলা হয়, জব্দ করা ব্যক্তি ও তাদের স্ত্রী, পরিবারের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

আরও পড়ুন>> নতুন করে আলোচনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকা করিম

এছাড়া নির্দেশনায় কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের বিমান দুর্ঘটনায় ১৭০ জনের মরদেহ উদ্ধার
গামছা পরে মাজারে সুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী, উদ্ধার চেষ্টায় পুলিশ ও শিল্পীরা 
দু্ই দিনে দেশে ফিরেছেন ৮৬০৬ হজযাত্রী, ২৩ জনের মৃত্যু
বিধ্বস্ত বিমানে ছিলেন ৫৩ জন ব্রিটিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা