অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান শিবচর বিএনপি নেতার

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ২৩:২৪
অ- অ+

অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ব্যবসায়ী কামাল জামাল নুরুদ্দিন মোল্লা।

বুধবার (১৪ আগস্ট) বি‌কা‌লে শিবচরের শিপ্রাকান্দি নিজ বাড়িতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ আহ্বান জানান তিনি।

নুরুদ্দিন মোল্লা বলেন, বিএনপির নির্দেশ দেশে কোনো নৈরাজ্য, লুটপাট, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও চাঁদাবাজি করা যাবে না, যাতে দলের সুনাম ক্ষুণ্ন হয়। বিএনপি অনেক বড় দল। বিএনপি সাধারণ মানুষের দল। বিএনপির নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবে না।

নুরুদ্দিন বলেন, ১৫ বছর পর নিজ বাড়িতে এসেছি। স্বৈরশাসকরা আমার ভাই বোনকে ১শ’ দেড়শ মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করেছে।

শেখ হাসিনার সমালোচনা করে নুরুদ্দিন মোল্লা বলেন, তিনি খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দিবেন বলেছেন। এখন তিনি কই। ভারত গিয়ে পালিয়েছে। তার এমন অবস্থা যে, মেয়েও তার সঙ্গে দেখা করতে পারছে না।

এর আগে নুরুদ্দিন মোল্লা পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আসলে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে মটর শোভাযাত্রার মাধ্যমে তাকে শিবচর শহরের একাত্তর সড়কে নিয়ে যাওয়া হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন তিনি।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/পিএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা