টুকু, পলক ও ঢাবি ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার
প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ২৩:৫২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ০০:২১
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বুধবার রাতে পল্টন থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকাবস্থায় ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানায় রুজুকৃত মামলার প্রেক্ষিতে আজ রাতে গ্রেপ্তার করা হয়।
(ঢাকা/১৪আগস্ট/এসআইএস)