পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার বহুল আলোচিত এমডি তাকসিম
প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০৮:৪২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১১:৩৭
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান পদত্যাগ করেছেন।
বুধবার অনলাইন মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন বহুল আলোচিত এ কর্মকর্তা।
ওয়াসার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, পদত্যাগপত্রে অসুস্থতা জনিত কারণ উল্লেখ করেছেন তাকসিম।
আরও পড়ুন>> ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি, ১৫ দিনের মধ্যে দুদককে প্রতিবেদন দেয়ার নির্দেশ
আরও পড়ুন>> ১৪টি নয়, স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে একটি বাড়ি আছে: তাকসিম
আরও পড়ুন>> ওয়াসায় নিয়োগ দুর্নীতি: দুদকের মামলায় ফাঁসতে পারেন তাকসিম
ঢাকা ওয়াসার সদ্য পদত্যাগী এই এমডি কয়েকদিন আগে অনলাইনে ওয়াসার অনেকের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে একটি সূত্র। তখনই তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তাকসিম এক দিনও তার দপ্তরে আসেননি।
এদিকে, গত রবিবার থেকে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে এমডি সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে আসছে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তাকসিম পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে।
আওয়ামী লীগ সরকারের খুবই ঘনিষ্ঠতা থাকা তাকসিম এ খান ঢাকা ওয়াসার এমডি পদে প্রথম নিয়োগ পান ২০০৯ সালে। এরপর থেকে বিভিন্ন সময় মেয়াদ বাড়ানো হয়। এবার সপ্তমবারের মতো ওয়াসার এমডির দায়িত্ব করছিলেন তিনি।
২০২৩ সালের জুলাই মাসে তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়। এরপর থেকে তিনি সপ্তমবারের মত মেয়াদ বাড়িয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/এফএ)