২৭ দিন পর সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার থেকে সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন। এর আগে গত ১৩ আগস্ট শুরু হয় মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল।
১১ আগস্ট রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে।
দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গত ১৯ জুলাই থেকে গত ৫ আগস্ট পর্যন্ত আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভাঙচুর করা হয়।
এর আগে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ করা হয়। কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করে।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/এফএ)