মাদারীপুরে বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদতবার্ষিকী পালিত
মাদারীপুরে পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে ফুলের শুভেচ্ছা, দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এ ছাড়া জেলার উপজেলাগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে দিবসটি পালিত হয়।
স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে পুরান বাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল আটটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিবসটির সূচনা করা হয়।
এরপর সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ বি এম বজলুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। সভা পরিচালনা করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন এবং মুজিবপ্রেমীরা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, ‘এবারের শোক দিবসটি অন্য বছরের তুলনায় ভিন্ন। আমাদের এক হয়ে যেকোনো অশুভ শক্তির হাত থেকে মাদারীপুরকে রক্ষা করতে হবে। এদেশের প্রতিটি উন্নয়নে আওয়ামী লীগ জড়িত, তাই আমাদের সবাইকে নিয়ে শান্তি বজায় রাখতে হবে।’
(ঢাকাটাইমস/১৫আগস্ট/মোআ)
মন্তব্য করুন