নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘মার্চ ফর জাস্টিস’ 

নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৭:২০ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১৭:০৩

নোবিপ্রবিসহ নোয়াখালীর সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে 'মার্চ ফর জাস্টিস' অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় মাইজদী বাজার থেকে মিছিল বের হয়। মিছিলটি পৌর বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা ও বিগত ১৬ বছরে গুম, খুন ও দুর্নীতির বিচারের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নোয়াখালীর আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে সুবিচার নিশ্চিতসহ নানান স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

পৌর বাজার এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে নোয়াখালী জেলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের অপশাসনের পর স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। চলমান আন্দোলনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো যে পরিমাণ ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তারপর তাদের আর কোনো অধিকার নেই রাজনীতি করার। ফলেই সাধারণ শিক্ষার্থীরা নোয়াখালী জেলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছে।’

বৈষম্যহীন সমাজ গড়ার আশা ব্যক্ত করে নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহমুদুল হাসান আরিফ বলেন, ‘৭১ সালে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে ৩০ লক্ষ শহীদের বিনিময়েও আমরা একটা আদর্শ রাষ্ট্র গঠন করতে পারিনি। কিন্তু ’২৪ সালের গণআন্দোলন আমাদের আশা দেখাচ্ছে। সকলে শ্রেণি-পেশার মানুষের জন্য সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে আমার সোনার বাংলাদেশ গড়বো।’

আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি করে নোয়াখালী সরকারি কলেজের অন্যতম সমন্বয়ক মাজহারুল ইসলাম বলেন ‘কোনো খুনি যেন ছাড় না পায়। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠু বিচার সম্পন্ন করতে হবে।’ আহতদের জন্য সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এ শিক্ষার্থী।

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিলেটে মাজারে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

নাটোরে নারী অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে গণতান্ত্রিক সংলাপ

সরকার পতনের পর সিদ্ধিরগঞ্জে ১৩ হত্যাসহ একমাসে ৩৯ মামলা

গাইবান্ধায় গ্রেপ্তারের পর আতঙ্কগ্রস্ত হয়ে দুজনের মৃত্যু

কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে চাটখিলে মানববন্ধন

চাঁদপুরে থানায় ছাত্রদের হট্টগোল, অসুস্থ হয়ে ওসি হাসপাতালে

৬ বছর আগে হামলায় পঙ্গু, রাঙ্গাবালীতে আ.লীগের ১৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

দিনাজপুরে সাবেক এমপি শিবলী সাদিকসহ ১৩৩ জনের নামে মামলা

হরিরামপুরে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৩৬৫ বসতঘর

এই বিভাগের সব খবর

শিরোনাম :