যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী পালন

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৮:৫৮ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১৮:৫১

যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ‌্য অর্পণ করেছেন যশোর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে খাবার বিতরণও করা হয়েছে।

অভিযোগ উঠেছে, বঙ্গবন্ধু ম্যুরালে আওয়ামী লীগের দেয়া ফুলের ডালি ভাঙচুর করে বাইরে ফেলে দিয়েছে নির্যাতিত ছাত্র পরিষদ ব্যানারের একটি পক্ষ। এছাড়া হাইকোর্ট মোড়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে হামলা করে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

এদিন বেলা ১১টার দিকে যশোর জেলা আওয়ামী লীগ, যশোর শহর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও তরুণ লীগ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকে। এসময় আরও কয়েকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ‌্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র হায়দার গণী খান পলাশ, অ্যাডভোকেট আলী রায়হান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, উপদপ্তর সম্পাদক অহেদুল ইসলাম তরফদার, মারুফ হোসেন খোকন, প্রভাষক মোয়াজ্জেম হোসেন, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য হাজেরা পারভীন, সাবেক ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদ হাসান মিলু, অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি, শহর আওয়ামী লীগ নেতা আজিজুল হক, লোকমান হোসেন ও খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

এদিকে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম।

বীর মুক্তিযোদ্ধা মজহারুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, আফজাল হোসেন দোদুল, আব্দুস সাত্তার, আব্দুল ওহাব, আবুল কাশেম, মণিরামপুর উপজেলার সাবেক কমান্ডার ইকবাল হোসেন, ঝিকরগাছা উপজেলার সাবেক কমান্ডার গোলাম রসুল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া কর্মসূচিতে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহীন, সদস্য মোহাম্মদ মুন্না, জেলা রিকশাভ্যান শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, যুগ্মসম্পাদক খান মোহাম্মদ ওসমান গনী ও ইজিবাইক শ্রমিক লীগের সভাপতি আবু হাসান ট্যাংকু প্রমুখ অংশ নেন। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, তার ফুল নিবেদন করে ম্যুরাল ছেড়ে গেলে পরে নির্যাতিত ছাত্র পরিষদের ব্যানারে আসা একটি মিছিলের লোকজন ম্যুরালে উঠে ওই ফুলের ঢালি ভাঙচুর করাসহ ফুলগুলো বাইরে ফেলে দিয়েছে।

এদিকে আওয়ামী লীগ পরিবারের আয়োজনে যশোরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে খাবার বিতরণ করা হয়। এর নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর রহমান বাবু।

এসময় যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, শহর আওয়ামী লীগ নেতা মুন্সি সেলিম আহমেদ, আলাউদ্দিন আলা, হালিমুল হক ফরহাদ, জেলা যুবলীগের নেতা মঈন উদ্দিন মিঠু, শামীম সিকদার, শেখ জাহিদুর রহমান লাবু, আরাফাত রহমান বাসিত।

এ ছাড়া যশোরের শেখহাটি এলাকায় ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে খাবার বিতরণ অনুষ্ঠানে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :