ফরিদপুরে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ১৯:১০ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১৯:২০

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

ফরিদপুর সদর উপজেলা ছাড়া বোয়ালমারী ও আলফাডাঙ্গাসহ আটটি উপজেলা সদরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী পালন করেছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বোয়ালমারী থানা রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। গত ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করায় এ বছর ফরিদপুর জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করায় ৮টি উপজেলা সদরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ভাবগাম্ভীর্যের মধ্যে দিবসটি পালন করে।

দিবসটি উপলক্ষে থানা রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আ. রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, আবুল কালাম আজাদ, মো. ইসরাফিল মোল্যা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, সাবেক ভিপি হাসানুজ্জামান মিয়া মুকুল, জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র সাইফুর রহমান, যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার, ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার হোসেন টিটোর নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন করেছেন।

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)