বিশৃঙ্খলকারীদের দৃঢ় হাতে মোকাবেলা করা হবে: আমিনুল হক

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ২১:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘আওয়ামী সন্ত্রাসী প্রেতাত্মারা এখনো  আনাচে কানাচে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, এরা কোথাও যেন কেউ উশৃংখলা ও বিশৃঙ্খল আচরণ করতে না পারে। এ বিষয়ে আপনাদেরকে সর্তক থেকে দৃঢ় হাতে মোকাবেলা করতে হবে।’

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা পূর্ব,তুরাগ- উত্তরা পশ্চিম, দক্ষিণখান, বিমানবন্দর, খিলক্ষেত-পল্লবীর থানা ও ওয়ার্ডের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘আমরা আওয়ামী লীগের মতো ভুল করবো না। গত ১৭ বছরে আওয়ামী লীগ যে ভুল করেছে, এই ভুল আপনারা করলে কিন্তু চলবে না, যদি করেন তাহলে রাজনীতি ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমরা চাই এদেশের জনগন, এদেশের সাধারণ মানুষ যেভাবে বলবে, বাংলাদেশ ঠিক সেভাবে চলবে।’

আমিনুল হক আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আওয়ামী স্বৈরাচার সরকার হিন্দু সম্প্রদায়ের ওপর যেভাবে অত্যাচার নির্যাতন ও হামলা করেছে, হিন্দুদের মন্দিরে তারা আগুন দিয়ে তা আবার বিএনপির ওপর চাপিয়ে দিয়েছে, তাই এই বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সর্তক থাকতে হবে।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, ‘আপনাদের নিজ নিজ এলাকায় হিন্দু ভাইদের যে মন্দির রয়েছে সেগুলো আপনারা পাহারা দেবেন। যেন কেউ বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।’

দুস্কৃতকারীর বিরুদ্ধে বিএনপির কোনো ছাড় নেই উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘যারা লুটতরাজ, চাঁদাবাজি, দখলকারী তাদের সরাসরি পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দেবেন। যদি আমার দলের লোকও কেউ হয়, তাকেও আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। এতে কোনো ছাড় নাই।’

অবস্থান কর্মসূচিগুলোতে মহানগর নেতা মোস্তাফিজুর রহমান সেগুন, হাজী মোস্তফা জামান, আখতার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, আলাউদ্দিন সরকার টিপু, এবিএমএ রাজ্জাক, মাহবুব আলম মন্টু, আফাজ উদ্দীন, সালাম সরকার, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মো. আব্দুস ছালাম, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, মো. চান মিয়া, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এসএম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মো. স্বপন, সিএম আনোয়ার হোসেন, মোবারক দেওয়ান,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, রুপনগর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবরসহ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচির পরে বিএনপি নেতা আমিনুল হক এর নেতৃত্বে পল্লবী ইস্টান হাউজিং থেকে একটি মিছিল দোয়ারীপাড়া, রুপনগর আ/এ মোড়, মিল্ক ভিটা মোড়, চলন্তিকা মোড়, মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড ঘুরে মিরপুর সাড়ে ১১ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/জেবি/এসআইএস)