কুষ্টিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ২২:০৮

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস

হাসিনা সরকারের গণহত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপি শহরের এনএস রোডে নিজস্ব কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির সরকার ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট  শামিমুল হাসান অপুসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে বিকালে মিরপুরেও বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

এতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী ও পৌর যুবদলের আহ্বায়ক সংগ্রাম খান জিল্লু।

বক্তারা শেখ হাসিনার সমালোচনা করে বলেন, তিনি মানুষকে মানুষ মনে করতেন না। এ সময় তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন।

এর আগে কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে বড়বাজার পর্যন্ত মিছিল করে নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএস)