বিসিবি ছাড়ছেন পাপন

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ২৩:২৫ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ২৩:৩২

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন। বিসিবির একজন পরিচালক বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, বিসিবির সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে রাজি আছেন পাপন। এ প্রসঙ্গে বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনাও করছেন তিনি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ের সামনে প্রায় প্রতিদিনই চলছে মিছিল-মিটিং। আন্দোলকারীরা মূলত বিসিবিতে সংস্কার চাচ্ছেন। বিসিবির সভাপতিসহ বেশ কয়েকজন পরিচালকের পদত্যাগের দাবিতে সোচ্চার তারা। এরই ধারাবাহিকতায় নাজমুল হাসান পাপনের বিসিবি  সভাপতির পদ ছাড়ার খবর প্রকাশ হলো।  

২০১৩ সালে প্রথমবারের মত বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন নাজমুল, ২০২১ সালের ৭ অক্টোবর চতুর্থ মেয়াদে তিনি এই পদে নির্বাচিত হন। নাজমুলের সময়কালের শেষের দিকে ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যর্থতা ছিল চোখে পড়ার মত। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং, আবাহনীকে অন্যায় সুবিধা পাইয়ে দেয়াসহ অনেক অভিযোগই আছে তার নেতৃত্বে পরিচালিত বিসিবি'র বিরুদ্ধে।

 গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এর পর দলটির বেশির ভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/কেএম)