কুমিল্লায় মার্চ ফর জাস্টিস পালিত 

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ২৩:৪৯
অ- অ+

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে ছাত্র-জনতা হত্যার দায়ে বিচার করাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আয়োজনে "মার্চ ফর জাস্টিস" কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লা টাউন হল মাঠে বিকাল তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। টাউন হল মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে ঢাকা থেকে আসা সমন্বয়কদের তিনজন ছাড়াও কুমিল্লার বিভিন্ন ইউনিটের সমন্বয়কেরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীরসহ সাধারণ মানুষ হত্যার দায় শেখ হাসিনাকেই নিতে হবে। শেখ হাসিনার বিচার দাবিতেই শিক্ষার্থীরা আজ মাঠে নেমে এসেছে। তারা এই মার্চ ফর জাস্টিস পালন করছে। বর্তমান সরকারের কাছে দাবি শেখ হাসিনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা