মির্জাপুরে ইমন হত্যাকাণ্ড: দুই মন্ত্রী ও ৭ এমপিসহ আসামি ১৫৭

​​​​​​​মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৪, ০০:০৫
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পেটে গুলিবিদ্ধ হয়ে কলেজছাত্র ইমন (১৮) নিহত হওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী . আব্দুর রাজ্জাক আহসানুল ইসলাম টিটু এবং সাবেক এমপি খান আহমেদ শুভ, তানভীর হাসান ছোট মনি, হাসান ইমাম খান সোহেল হাজারী, ছানোয়ার হোসেন, জোয়াহেরুল ইসলাম জোয়াহের, আমানুর রহমান খান রানা, অনুপম শাজাহান জয়কে আসামি করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলাটি দায়ের করেছে।

নিহত ইমন নিহত ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন মন্ডল বাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে।

মামলার অন্যা আসামিরা হলেনমির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল ইসলাম আলমগীর, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সাইফুজ্জামান সোহেল, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ লিটন, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আমিনুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, টাঙ্গাইল জেলা যুব লীগের সহ সম্পাদক মঈন হোসেন রাজীব মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সেতাব মাহমুদসহ ১৫৭জন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০/৫০০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত আগস্ট বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইমন পেটে গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ আগস্ট রবিবার ভোরে মৃত্যুবরণ করে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন জানান, বৃহস্পতিবার নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/২২আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা