আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আমিরাত প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৪, ২৩:২২

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় সায়ান (৮) নামে বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত সায়ান চট্টগ্রামের ফটিকছড়ির হানিফ সুমনের বড় সন্তান। সায়ানের এই মৃত্যুতে তার পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে।

গ্রীষ্মের ছুটিতে তারা বাংলাদেশ ভ্রমণ শেষে গত ১৬ আগস্ট আমিরাতে যায়।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্কুলবাসে করে সায়ান ও তার ছোট ভাই সাইফান স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সে নিহত হয়। আহত হয় তার ছোট ভাই সাফান।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাসটির দ্রুতগতি এবং চালকের অমনোযোগিতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে ১২ জন শিক্ষার্থী সবাই এশিয়ান ছিল। সায়ানের ছোট ভাই সাইফান সহ মোট ১১ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :