ভারতের বানের পানি আমাদেরকে ভাসাই দিয়েছে: বিএনপি নেতা এ্যানী

​​​​​​​লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৪, ১৬:৩১
অ- অ+

ভারতের বানের পানি লক্ষ্মীপুরবাসীকে ভাসিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে শহীদ সোলেমান উদ্দিন জিসান ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি মন্তব্য করেন।

এ্যানী বলেন, ‘এই যে এতো পানি, এগুলো বৃষ্টির পানি নয়। এগুলো ভারত থেকে আসা পানি। ভারত আমাদেরকে বানের পানিতে ভাসাই দিয়েছে। এটা একটা ষড়যন্ত্র। সব ষড়যন্ত্র আমরা অতীতেও মোকাবেলা করেছি সামনেও মোকাবেলা করবো।

তিনি বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। হাসিনা আমাদের ১৫-১৬বছর অত্যাচার-নির্যাতন করে গেছে। আইনের মাধ্যমে এগুলোর বিচার হবে। আমাদের কাজ হচ্ছে নতুন করে দেশ গড়ার। দেশ নতুন করে স্বাধীন হয়েছে, তাই নতুনভাবে আমাদের দেশকে সাজাতে হবে।

ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন প্রবাসী সাবেক ছাত্র নেতা শামছুদ্দিন তুহিন।

এসময় চন্দ্রগঞ্জ থানা ইউনিয়ন বিএনপি, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প, উত্তর ভারতজুড়ে তীব্র কম্পন
দুদিনের কর্মসূচি শুরু আজ: দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগসহ বিশ্বে তিস্তার দুঃখ তুলে ধরা হবে
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা