ট্রফি নিয়ে দেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দল
স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আর চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই ট্রফি নিয়ে দেশে ফিরে এসেছে যুবা ফুটবলাররা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকায় অবতরণ করে ট্রফিজয়ীদের বহন করা উড়োজাহাজ।
বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে সাফজয়ী ফুটবলারদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। ফ্লাইট বিলম্ব হওয়ায় পিছিয়ে যায় বিজয়ীদের বরণ। বিকেল ৪টা ৩৫ মিনিটে অবতরণ করেছে সাফজয়ীদের উড়িয়ে আনা ফ্লাইটটি।
নেপালের মাটিতে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ যুবা দল। বয়সভিত্তিক ফুটবলের এই ক্যাটাগরিতে এর আগে আর কখনো শিরোপা জেতেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তরুণ ফুটবলারদের অসামান্য এই অর্জন নিশ্চিতভাবেই আনন্দের উপলক্ষ এনে দিয়েছে পুরো দেশে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী যুবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে।
এছাড়া শিরোপাজয়ী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান।
(ঢাকাটাইমস/২৯আগস্ট/এনবিডব্লিউ)