‘ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানো’ নিয়ে যা বললেন জাহারা মিতু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৪ | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকে তার সরকারের সংশ্লিষ্ট অনেকের নানা কর্মকাণ্ড প্রকাশ্যে চলে আসছে। তারই ধারাবাহিকতায় হঠাৎই আলোচনায় উঠতি নায়িকা জাহারা মিতু। সম্প্রতি তার সঙ্গে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠতা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গুঞ্জনে বলা হচ্ছে, ওবায়দুল কাদেরকে নাকি ঘুম পাড়িয়ে দিতেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে লাইমলাইটে আসা জাহারা মিতু। এই মডেলের স্পর্শ ছাড়া নাকি ঘুমই আসতো না সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এই মন্ত্রীর। জাহারা মিতুর বই প্রকাশ অনুষ্ঠানেও দেখা গেছে ওবায়দুল কাদেরকে।

সম্প্রতি একাধিক গণমাধ্যমেও মিতুর সঙ্গে কাদেরের এই বিশেষ সখ্যতা নিয়ে খবর প্রকাশ হয়েছে। যা দেখে রীতিমতো তেলে-বেগুনে জ্বলে উঠেছেন এই মডেল-অভিনেত্রী। ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে ঝেড়েছেন ক্ষোভ।

মঙ্গলবার দেওয়া ওই পোস্টে জাহারা মিতু লিখেছেন, ‘ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে। কললিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে-শুনে নিউজ করতে হয়।’

তিনি লিখেছেন, ‘দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে, মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি। সত্যিই দেখিনি। এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই। আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন?’

অভিনেত্রী লিখেছেন, ‘একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে, ভিউবাণিজ্যে এতটা নিচে নামলেন? একবার ভাবলেন না, মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছে কিনা? খবর নিয়ে দেখেন ভাইয়েরা। এটুক একটু বের করেন প্লিজ। নিজেদের সাংবাদিক দাবি করেন? সত্যিই দাবি করেন? আজ থেকে আর কইরেন না। আমি চুপচাপ আমার মতো থাকি, থাকতে দেন। কবিতো নীরবই ছিল, মুখটা খুলাইলেন ক্যান?’

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমার কোনো পুরুষকে ভালো লাগে না। আমি কাউকে বিশ্বাস করি না, অনেক ইন্টারভিউতে বলেছি, আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না। তিন বছর আগে এমন এক ধোঁকাবাজের সাথে সম্পর্ক ভেঙেছি যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারা মনে হয়।’

প্রসঙ্গত, গত বছরের বইমেলায় প্রকাশ পায় জাহারা মিতুর কবিতার বই ‘কবিতার নাম প্রেমিকা’। সেই বইয়ের মোড়ক উন্মোচন করেন তখনকার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেদিন মিতু বলেছিলেন, ‘আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব, আদর্শ, শ্রদ্ধাভাজন তিনি। আমার একজন অভিভাবক। তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে। আমি চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে।’

শুরুর দিকে টুকটাক মডেলিং করে ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে আলোচনায় আসেন জাহারা মিতু। এরপর ‘শত্রু’ ও ‘জয় বাংলা’ নামে দুটি সিনেমা দিয়ে তিনি চলচ্চিত্রে আসেন। কিন্তু দুটিই ব্যর্থ।

এর বাইরে শাকিব খানের বিপরীতে ‘আগুন’ নামে একটি সিনেমার কাজ শুরু করেন মিতু। সেটির শুটিং আটকা বহুদিন ধরে। এই সিনেমার প্রযোজক ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার হওয়ার যুবলীগ নেতা আরমান। সে কারণেই আগায়নি শুটিং। এও শোনা যায়, আরমানের সঙ্গে বিশেষ সখ্যতার কারণেই এই সিনেমায় সুযোগ পেয়েছিলেন মিতু।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :