প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী
প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফে সিদ্দিকী।
বুধবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
এতে বলা হয়, লুৎফে সিদ্দিকী আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালে উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিনিয়োগ ব্যবস্থাপনা পেশাদারদের আন্তর্জাতিক সংস্থা-সিএফএ ইনস্টিটিউটের সাবেক ব্যবস্থাপনা পরিচালক লুৎফে সিদ্দিকী। এই সংস্থার সিনিয়র পদে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশ তিনি।
(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/ইএস)