স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু
প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৮ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫১
রাজবাড়ীর কালুখালীতে গতিরোধ বাঁধে ধাক্কা লেগে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনালী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও নিহতের স্বামী মো. আল আমিন।
বুধবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোনালী আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. আল আমিনের স্ত্রী।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে আল আমিন ও তার স্ত্রী সোনালী রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিলেন। পথে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এলে স্পিড ব্রেকারে মোটরসাইকেলটি ধাক্কা খায়।
এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আল আমিন ও সোনালী আক্তার। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনালীকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/পিএস)