চাঁপাইনবাবগঞ্জে দেনাদারের লাঠির আঘাতে প্রাণ গেল পাওনাদারের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০০

চাঁপাইনবাবগঞ্জে পাওয়ান টাকা চাইতে গেলে দেনাদারের লাঠির আঘাতে প্রাণ গেল বাদল আলী (৫৮) নামে এক ব্যক্তির।

বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ ওয়ার্ডের যাদুপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকালে বাদল আলী যাদুপুর গ্রামের রাকিবের ছেলে মঈনুদ্দীনের কাছে পাওয়া টাকা চাইতে যায়। পাওয়া টাকা চাওয়ার সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মঈনুদ্দীন লাঠি দিয়ে পিটিয়ে বাদল আলীকে গুরুতর আহত করে। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাদল আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহত বাদল আলী সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম গোদাপাড়া গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর /পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :