ছাত্র-জনতার বিজয়কে স্মরণীয় করে রাখতে ‘সেলিব্রেশন সং’ বানাবেন আসিফ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৯

এক মাসেরও বেশি সময়ের আন্দোলন এবং হাজারো ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে বিজয় অর্জিত হয়েছে, সেটিকে স্মরণীয় করে রাখতে ‘সেলিব্রেশন সং’ তৈরি করবেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

বৃহস্পতিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে এই ঘোষণা দিয়েছেন তিনি।

আসিফ লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্রদের একটা দল এসেছিল আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। তারা হলেন শরিফ ওসমান ( জিয়া হল) মাসউদ, ওসামা বিন হাদী (বিজয় একাত্তর ) আনাস (সূর্যসেন হল) ফাহিম, নাইম ( সার্জেন্ট জহুরুল হক হল)। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র।’

‘রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। ছাত্র আন্দোলনে সংগীতের গুরুত্বপূর্ণ ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমাকে অনুরোধ করেছে ছাত্র-জনতার অসামান্য বিজয়কে স্মরণীয় করে রাখতে একটি সেলিব্রেশন সং তৈরি করে দিতে। কথা দিয়েছি ভালো কিছু করার চেষ্টা করবো।’

‘প্রত্যেকটা ছেলের চোখে মুখে জ্বলছে দেশপ্রেমের অগ্নিমশাল। ৫৩ বছরের জঞ্জাল সাফ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এই তারুণ্য। বন্যা আগ্রাসনের বিরুদ্ধে আগামীকাল কুমিল্লা অভিমুখে রোডমার্চ অনুষ্ঠিত হবে, সেটার দাওয়াতও দিয়ে গেল।’

‘এরা আমার ছোট ছেলের বয়সি হলেও কথা বার্তায় রয়েছে অসামান্য ম্যাচ্যুরিটি। তারুণ্যের উদ্দামতায় সাফ হয়ে যাক বাংলাদেশের জং ধরা সব সিস্টেম। হে তরুণ তুর্কীর দল- তোমাদের জন্য শুভকামনা রইলো।’

প্রসঙ্গত, গানের পাশাপাশি গায়ক আসিফ দীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। যার কারণে আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের শাসনামলে তিনি ছিলেন কালো তালিকাভুক্ত। সরকারি-বেসরকারি কোনো অনুষ্ঠানে গান গাওয়ার দাওয়াত পেতেন না। কনসার্টও করতে পারেননি দেশে-বিদেশে।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :