কাতারে ফার্স্ট চয়েজ কার সার্ভিস কোম্পানির যাত্রা শুরু

কাতার প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৭

প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশকে ব্র্যান্ডিং করার প্রত্যাশায় কাতারের রাজধানীর নাজমায় ক্রেজি সিগন্যালের পাশে বি-রিং রোডে বাংলাদেশি মালিকানাধীন ফার্স্ট চয়েজ কার সার্ভিস কোম্পানির যাত্রা শুরু হয়েছে।

সোমবার তরুণ উদ্যোক্তা ফারুক আহমদ ও মোহাম্মদ আরশাদ হোসেনকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

এসময় উদ্যোক্তারা অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন।

হাফেজ মাওলানা নূরে আলমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়।

শিক্ষক তাফসির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন কোম্পানির স্পন্সর আবদুল্লাহ সাইদ আল নায়িমী, দূতাবাসের শ্রম কাউন্সিলর মাশহুদুল কবির, সি.আই.পি জালাল আহমদ, লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. আমিনুল হক, চাঁদপুর সমিতির সভাপতি মানিক রহমান, ফরিদগঞ্জ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা।

উদ্যোক্তরা জানান, এই গ্যারেজে সুলভ মূল্যে ডিজেল ও পেট্রোল চালিত সব গাড়ির কাজ করা হয়। বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে।

(ঢাকা টাইমস/০৫সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :