এবার লেবাননে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২

ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের অভ্যন্তরে আক্রমণ এবং দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ হার্জি হালেভি।

শুক্রবার ইসরায়েল-অধিকৃত সিরিয়ান গোলান মালভূমি সফরের সময় হালেভি বলেন, আইডিএফ হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য খুব মনোযোগী এবং লেবাননের অভ্যন্তরে আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

তিনি বলেন, ‘আমাদের ওপর আক্রমণ করার আগে আইডিএফের উত্তর কমান্ড লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর অনেক লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে। এতে হিজবুল্লাহ যোদ্ধাদের নির্মূল করা হয়েছে। এছাড়া তাদের ছোড়া বিপুল সংখ্যক রকেট ও অবকাঠামো ধ্বংস করা হয়েছে।’

হালেভি উল্লেখ করেছেন, ‘গোলান মালভূমিসহ ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের হুমকি কমাতে হিজবুল্লাহর ওপর এ ধরনের আক্রমণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও জরুরি।’

এদিকে হালেভির এই বিবৃতি নিয়ে লেবানন ও হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পরদিন থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় প্রতিদিন রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত থেকে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ)।

প্রায় ১১ মাস ধরে ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় ৫৫০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শতাধিক বেসামরিক নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

হিজবুল্লাহর পাল্টা হামলায় অন্তত ১৫ ইসরায়েলি সেনা নিহত এবং ১১ জন বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন।

এছাড়া দুপক্ষের যুদ্ধের কারণে গত ১১ মাসে লেবানন-ইসরায়েল সীমান্তের দুই প্রান্ত থেকে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।

অন্যদিকে গত মাসে বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করে ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েলে ওপর প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফলে সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা একটি বড় ধরনের সংঘাতে রুপ নিতে পারে বলে আশঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

সূত্র: আনাদোলু, টাইমস অব ইসরায়েল

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :