ইসরায়েলি হামলায় গাজার সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পরিবারসহ নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৮
ফাইল ফটো

ইসরায়েলের হামলায় গাজার সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবু আল-আব্দ মুরসি নিহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি নৃশংস এই হামলায় তার পরিবারও নিহত হয়েছে।

রবিবার এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। আল জাজিরা বলছে, উত্তর গাজার সিভিল ডিফেন্সের ডেপুটি ডিরেক্টর আবু আল-আব্দ মুরসি জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা হামলায় তার পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন।

এর কিছুক্ষণ আগে জাবালিয়া শরণার্থী শিবিরের চারজনের মৃত্যুর খবর জানিয়েছিল আল জাজিরা।

ইসরায়েলি বিমান হামলায় শনিবার গাজায় কমপক্ষে আরও ৩১ জন নিহত হয়েছে। আল জাজিরা জানায়, বুরেইজ শরণার্থী শিবিরে হামলায় একটি অ্যাপার্টমেন্টে এক মা ও তার ছেলের মৃত্যু হয়েছে।

নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় আরও পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বাস্তুচ্যুত বহু পরিবারের আশ্রয়স্থল গাজার একটি স্কুলে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। এছাড়া, জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরসহ অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৯০০ জনেরও বেশি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৯৪ হাজারেরও বেশি।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজার বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি নিখোঁজ আছেন।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/টিটি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ছত্তীসগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

৯ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা পরিষদের সমর্থন, নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন

ইসরায়েলে হামাস ও ইরানের হামলা ‘বৈধ’: আয়াতুল্লাহ খামেনি

পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৮

বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, ব্যাপক বিস্ফোরণ

হামলা হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কিম জংয়ের

গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করেছে ইসরায়েল! প্রকাশ হলো তিন মাস পর

লেবাননে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬

জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করল ইসরায়েল

এই বিভাগের সব খবর

শিরোনাম :