গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪১ হাজারে পৌঁছেছে। খবর আনাদোলু।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এফএ)