নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে ৪৮ জন নিহত
নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন।
রবিবাব দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থা জানিয়েছে, যাত্রী ও গবাদি পশু বহনকারী একটি ট্রাকের সঙ্গে জ্বালানিবাহী ট্যাংকারটির সংঘর্ষ হলে আরও কয়েকটি যানবাহন এ দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জন মারা গেছেন বলে সংস্থাটির মুখপাত্র হুসাইনি ইব্রাহিম জানিয়েছেন।
নাইজেরিয়ায় গত সপ্তাহে পেট্রোলের দাম ৩৯ শতাংশ বাড়িয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা এনএনপিসি লিমিটেড। এ নিয়ে প্রায় এক বছরের মধ্যে দ্বিতীয়বার বড় আকারে বাড়ানো হলো তেলের দাম।
এরপরও দেশটিতে জ্বালানি তেলের ঘাটতি অব্যাহত রয়েছে। ফলে সেখানকার প্রধান শহর ও নগরগুলোতে তেলের জন্য গাড়িচালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
এর আগে, গত মাসে নাইজেরিয়ায় অর্থনৈতিক সংকটে জেরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি, উত্তরাঞ্চলের বেশি কয়েকটি রাজ্যে কারফিউ জারি করা হয়।
(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এফএ)