ভুটানের কাছে হেরে বাংলাদেশ কোচ বললেন, আমাদের আরেকটু উন্নতি করতে হবে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩

সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। এতে সিরিজ ড্র হয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ আর আজ দ্বিতীয় ম্যাচে ভুটান ১-০ গোলে জিতেছে। তবে দ্বিতীয় ম্যাচে হারের চেয়েও খেলার ধরণে খুশি নন সমর্থকরা।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে ভুটান সেই একই ব্যবধানে জিতে প্রতিশোধই নিল। হাভিয়ের কাবরেরার দল একপর্যায়ে ড্রয়ের লক্ষ্যে খেলতে থাকলেও শেষ পর্যন্ত স্বাগতিক দলকে আর আটকে রাখতে পারেনি। যোগ করা সময়ে বদলি নামা ভূটানি ফরোয়ার্ড কিংমা ওয়াংচুং জাল খুঁজে নিলে বাংলাদেশের সঙ্গী হয় এক গোলের হারের বিষাদ।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে কাবরেরা বলেছেন, 'এখানকার ভালো কন্ডিশনে আমরা প্রস্তুতি নিতে পেরেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে খেলাও দলের জন্য ভালো। আমার কাছে, সবসময় খেলার মধ্যে থাকা দলের জন্য ভালো এবং সব উইন্ডোতে আমাদের এই লক্ষ্য থাকে। এখন আমাদের খেলায় আরেকটু উন্নতি করতে হবে।'

প্রথম ম্যাচ হারায় আজ জয়ের জন্য মরিয়া ছিল ভূটান। শুরু থেকেই বাংলাদেশের রক্ষণে হানা দেয় দলটির ফরোয়ার্ডরা। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধের যোগ করা সময় পর্যন্ত।

কাবরেরা আরও বলেছেন,'আজ আমরা ফাঁকা জায়গা কাজে লাগাতে পারিনি, এটা স্বাভাবিক বিষয়। কখনো কখনো আমরা গোল করতে পারি…যদি গোল নাও করতে পারি, তাহলে আমরা ভালোভাবে রক্ষণ সামলাই, যেটা দ্বিতীয়ার্ধে করতে সমর্থ হয়েছিলাম, কিন্তু যে গোলটি খেলাম, সেটা হয়ত আমরা আটকাতে পারতাম কিন্তু পারিনি। ঠিক আছে, ফুটবলে এমন কিছু হতেই পারে। হার মেনে নিতে হয়।'

থিম্পুর উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে পাঁচ দিন আগেই ভূটানে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচ জয়ের পর ফুটবলাররা জানিয়েছিলেন, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন তারা এবং এখন আরও আত্মবিশ্বাসী। কিন্তু আজকের ম্যাচে সেই বিশ্বাসের ছিটেফোঁটাও ছিল না তপু-জামালদের খেলায়। ভুল পাসের ছড়াছড়ির সঙ্গে নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবটাও ফুটে ওঠে।

তবে এই সফরটি ইতিবাচক হিসেবেই নিচ্ছেন কাবরেরা,'আমি মনে করি, এটা (সফর) সবার জন্য ইতিবাচক। আমাদের মনে রাখতে হবে, তিন দিন আগেই আমরা একটা ম্যাচ খেলেছি এবং এ ম্যাচের তীব্রতাও (ইনটেনসিটি) ছিল বেশি এবং আবারও বলছি, পরিস্থিতি ছিল আরও বেশি উদ্যোমী হওয়ার, কিন্তু আমরা কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছিলাম। তারা সুযোগটা কাজে লাগিয়েছে।'

ভুটান এক সময় বাংলাদেশের পেছনে ছিল। সেই ভুটান এখন বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ে। এশিয়ান কাপ বাছাইয়ের ড্র হবে র‍্যাংকিং অনুযায়ী। সেই র‍্যাংকিং বাড়াতে ভুটানের বিপক্ষে ম্যাচ আয়োজন করেছিল বাফুফে। এক ম্যাচ জয়ের পর আবার হারে সেই লক্ষ্য তেমন পূরণ হচ্ছে না।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ক্রিকেটারদের ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি

রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে রশিদ খান

দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন সাকিব, চাওয়া আসিফের

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা

ইউআইটিএস ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, শিরোপা ইংলিশ ফ্যালকনের

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :