আসন্ন ভারত সিরিজ নিয়ে যা বললেন মিরাজ

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৩

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। কেননা চলতি মাসেই ভারত সফরে যাবে নাজমুল শান্তর দল। ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আসন্ন ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে লাল বলে অনুশীলন চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম, লিটন দাসরা। অনুশীলন করছেন মেহেদী হাসান মিরাজও। 

গতকাল রাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য প্রথম টেস্টের দল ঘোষণা করেছে ভারত। ১৬ সদস্যের দলে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহর মতো অভিজ্ঞরা। সবমিলিয়ে পূর্ণশক্তির দল নিয়েই প্রথম টেস্টে মাঠে নামতে যাচ্ছে ভারতীয় দল। 

আজ (সোমবার) অনুশীলনের ফাঁকে মিরাজ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানালেন চ্যালেঞ্জিং সিরিজের কথা। মিরাজের ভাষ্যে, 'দেখলাম যে গতকালকে ইন্ডিয়া টিম ঘোষণা করেছে। অবশ্য প্রত্যেকটা সিরিজ চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যেহেতু আমরা সর্বশেষ পাকিস্তানে ভালো করে এসেছি। বেশি গ্যাপ নেই, আশা করি যে আমরা যে পারফর্ম করেছি সবাই, যে ফর্মে আছে সবাই। যদি এভাবে পারফর্ম করতে পারে তাহলে একটা ভালো রেজাল্ট আশা করা যায়।'

টেস্ট ক্রিকেটে কেন চ্যালেঞ্জ বেশি তা নিয়ে মিরাজ বলেন, 'দেখেন টেস্ট ক্রিকেট সবসময় চ্যালেঞ্জিং। প্রত্যেকটা সেশন বলেন, প্রত্যেকটা বল বলেন, ওভার বলেন সবটাই চ্যালেঞ্জ থাকে। একটা ব্যাটারের জন্য, একটা বোলারের জন্য। অবশ্যই ভারত অনেক বড় টিম। তাদের বোলার অনেক ভালো, ব্যাটসম্যানরা অনেক ভালো এবং ওদের যে উইকেটটা থাকে আমরা আগে ওখানে টেস্ট ম্যাচ খেলেছি। আমাদের অভিজ্ঞতা রয়েছে ওখানে উইকেট সম্পর্কে কি রকম হবে।'

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এনবিডব্লিউ)