রামগঞ্জে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ

লক্ষীপুর রামগঞ্জ উপজেলায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মাঝে ৫ নং চন্ডিপুর ইউনিয়ন প্রায় দুইশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল।
সোমবার সকালে রামগঞ্জ সফরে যান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী। পরে তিনি দুপুরে ৪ নং ইছাপুর আল হাবীবা ক্বাওমী মাদরাসা মাঠে তিনশো পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়া ইয়াছিন আলী গত ৫ আগষ্ট রামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শহীদ মো. শামসুল ইসলাম এর কবর জিয়ারত করেন। এসময় সকল শহীদের স্বরণে দোয়া ও ফাতেহা পাঠ ও রুহের মাগফেরাত কামনা করা হয়।
পরে শহীদ শামসুল ইসলাম এর বাড়িতে গিয়ে তার মাকে শান্তনাসহ পরিবারের খোঁজ খবর নেন স্বেচ্ছাসেবক দলের এই কেন্দ্রীয় নেতা। পরে তিনি ব্যক্তিগত খাত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমরান, সিনিয়র সহ সভাপতি গোলাম রব্বানী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মজুমদার, মিজান, কাউসার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিশান, সদস্য সচিব স্বপনসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/জেবি/এসআইএস)

মন্তব্য করুন