নড়াইলে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মহিলা দলের জেলা সভাপতি শিরিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।
অন্যর মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক মধুমিতা, সাংগঠনিক সম্পাদক সালমা সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সনি, সহসভাপতি আল আমিন গাজীসহ অনেকে।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদায় জিয়ার সুস্থতা কামনা, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এজে)