জাতীয় বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ আমলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হওয়া অনিয়ম, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে উচ্চ আদালতে রিভিউ পিটিশন করার সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ। 

সম্প্রতি ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব আর্থিক অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নের সিদ্ধান্ত হয় বলে জানানো হয়।


এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সিন্ডিকেট সভায়। ওই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাকালীন নাম ছিল মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট।  

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত যেসব আর্থিক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে, তার শ্বেতপত্র প্রণয়নের জন্য প্রফেশনাল বডি/সংস্থাকে দায়িত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত পদোন্নতি বঞ্চিত ও বৈষম্যের শিকার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিধি অনুযায়ী গঠিত নির্বাচনি বোর্ডের সুপারিশের ভিত্তিতে পদোন্নতি/আপগ্রেডেশন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এফএ)