ফরিদপুরে পদ্মা নদীর বালু দস্যুদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ফরিদপুর সদর উপজেলার সিঅ্যান্ডবি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যু আজম, আলম ও আবু অবৈধভাবে বালু উত্তোলন করছেন। বালু তোলায় দেখা দিয়েছে নদীভাঙন। ইতিমধ্যেই বেশ কিছু বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই বালুদস্যুদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
এ ছাড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ শেখের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, সদর উপজেলা আহ্বায়ক আবুল কালাম আজাদ বাদশা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাকি বেগম প্রমূখ।
মোজাম্মেল হোসেন মিঠু বলেন, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন আনোয়ার হোসেন আবু, আলম ও আজম। শহরতলির ডিক্রিরচর ও নর্থচ্যানেল ইউনিয়নে বালু তোলার কারণে সেখানকার পরিবেশ বিপর্যয় হয়েছে। অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে তারা। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।’
মানববন্ধনে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মো. আজমের দাবি, ‘আমি বৈধভাবে বালুর ব্যবসা করি, অবৈধ কোনো ব্যবসার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/মোআ)