চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলন: ৬ বাল্কহেড ও ৭ ড্রেজারসহ আটক ৩৩
চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ছয়টি বাল্কহেড এবং সাতটি ড্রেজারসহ ৩৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের সমন্বয়ে মঙ্গলবার ভোর পাঁচটা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার ষাটনল, কালিপুর ও মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ চালায়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ছয়টি বাল্কহেড ও সাতটি ড্রেজার জব্দ করা হয় এবং ৩৩ জনকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেডের আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং ড্রেজার জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে উত্তর মতলব থানা নৌ পুলিশের হেফাজতে রাখা হয় এবং আটককৃত ৩৩ জনকে উত্তর মতলব থানা নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এলএম/এজে)