নিজের চেয়েও মিরাজকে ভালো ব্যাটার মনে করেন লিটন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১০

অনেক দিন ধরেই ব্যাটে রান পাচ্ছিলেন না লিটন দাস। যার কারণে সমালোচনা তীরে বিদ্ধ হচ্ছিলেন তিনি। তবে সবশেষ পাকিস্তান সিরিজে নিজেকে নতুন করে প্রমাণ করলেন লিটন। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ১৬৫ রানের রেকর্ড জুটি গড়েন উইকেটকিপার এই ব্যাটার। পরে যা ঐতিহাসিক সিরিজ জয়ের পথ সুগম করে।

পাকিস্তান সিরিজ শেষে আসন্ন ভারত সিরিজ সামনে রেখে অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপে মিরাজকে প্রশংসায় ভাসালেন লিটন। নিজের চেয়েও মিরাজকে ভালো ব্যাটার মনে করেন লিটন।

গণমাধ্যমকে লিটন বলছিলেন, 'ব্যাটসম্যান নেই এটা ভুল কথা, আমার থেকেও ভালো ব্যাটসম্যান নিচে রয়েছে মিরাজ। আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেট এমন একটা খেলা আপনার হাতে অনেক সময় আছে। আপনি জিরো থেকে শুরু করে আপনার সারাদিন সময় আছে উন্নতি করার। তো আমি অনুশীলন করছি ওভাবেই খেলার।'

এদিকে নিজের উইকেটকিপিং ব্যাটিংয়ের ক্ষেত্রে বাড়তি সাহায্য করে কি না এমন প্রশ্নে লিটন বলছিলেন, ‘কিপিং ব্যাটিংয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে না। কিপিং একটা পার্ট। যখন ফিল্ডিং করা, তখন সেটা যেমন একটা পার্ট কিপিংও তেমনই। ’

নিজের আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে লিটন জানান, 'আমি যে খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি তা না। আমার কাছে যে বলগুলো মনে হয়েছে স্কোরিং, সেগুলোতে স্কোর চেষ্টা করেছি। অবশ্যই এখন যে কোনো ফরম্যাটে রানের প্রাধান্য অনেক বেশি থাকে। আমরা একটা জায়গায় গিয়ে রান করতে পারছিলাম না। আমি নামার পর রান আর বলের খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আসে। আমি যে জায়গায় ব্যাট করি, সবাই আক্রমণাত্মক ক্রিকেট খেলে।’

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ক্রিকেটারদের ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি

রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে রশিদ খান

দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন সাকিব, চাওয়া আসিফের

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা

ইউআইটিএস ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, শিরোপা ইংলিশ ফ্যালকনের

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :