আ.লীগ নেত্রীকে হেনস্তার জের
চাঁদপুরে থানায় ছাত্রদের হট্টগোল, অসুস্থ হয়ে ওসি হাসপাতালে
আওয়ামী লীগের একজন নেত্রীকে হেনস্তার ঘটনায় থানার ভেতর একদল ছাত্রের হট্টগোলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সদর মডেল থানায় এই ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, একটা সমস্যা হয়েছে, তবে তারা তা কাটিয়ে উঠেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে দুদিন আগে এক আওয়ামী লীগ নেত্রী ও তার মেয়ে হেনস্তার শিকার হন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি শাহাদাত হাওলাদার ও স্থানীয় লোকদের হাতে। খবর পেয়ে ওই নেত্রীর মেয়ের সহপাঠীরা ঘটনাস্থলে এলে পুলিশের সামনেই তারাও হামলার শিকার হয়।
এ ঘটনায় একদল ছাত্র সোমবার (৯ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানায় যান এবং ওসি আলমগীর হোসেনের সাথে প্রায় তিন ঘণ্টা তাদের আলোচনা হয়। একপর্যায়ে থানায় এসআই আব্দুস সামাদকে তারা লাঞ্ছনার চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটকে রেখে অভিযানে বের হলে তারা পালিয়ে যায়।
মঙ্গলবার সকালে ছাত্ররা থানায় এসে একই বিষয় নিয়ে হট্টগোল করতে থাকেন। এ সময় ওসি আলমগীর হোসেন অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে থানায় কর্মরতরা নিরাপত্তার অভাব বোধ করে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ কর্মবিরতিতে যাওয়ার কথা বলেন।
খবর পেয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ছুটে আসেন থানায়। তিনি পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনার পর গণমাধ্যমকে বলেন, থানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পুলিশ বাহিনীকে তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সবাইকে সহযোগিতা করতে হবে।
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/মোআ)