অসহায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ‘আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশন’

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৫

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে দেশের বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও আশপাশের জেলার বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। এতে মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার লাখ লাখ মানুষ।

এ অবস্থায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশন। বন্যাদুর্গত এলাকায় বিশেষ করে লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে চাল, ডাল, লবন, পানি বিশুদ্ধিকরণ ঔষধ, তৈল, কয়েল, মুড়ি, চিনি, চা-পাতা মিনি প্যাকেট, টোস্ট, আলু, পেঁয়াজ, মরিচের গুড়া, হলুদের গুড়া, পানিসহ নানা ধরনের শুকনো খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

এছাড়া দুর্গত এলাকার আশ্রয়কেন্দ্রে রান্না করে খাওয়ার জন্য কয়েক হাজার মানুষের এক দিনের খাবারের সকল উপকরণ দিয়েছে সংগঠনটি।

আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় যে সকল কৃষকের বীজতলা, মাছের ঘের, ফসলি জমি, শাকসবজির খেত ও ফার্ম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে পুনর্বাসন করবে আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশন।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :