সকল ন্যায্য দাবি সমাধান হবে, প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৫ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৫

দাবি দাওয়া নিয়ে রাস্তা-ঘাটে অবস্থান নিয়ে ব্যঘাত সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বলেন, গত সাড়ে ১৫ বছরে বঞ্চিত অনেকে দাবি-দাওয়া নিয়ে হাজির হচ্ছেন। এতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আমি কথা দিচ্ছি ন্যায্য আবেদনের কথা ভুলে যাব না। অন্যায়ের প্রতিকারের জন্য আমরা প্রতিশুতিবদ্ধ।

দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি উপলক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা।

শেখ হাসিনার সরকার পতনের পর নানান শ্রেণি-পেশার মানুষ নানান দাবি নিয়ে সরব হচ্ছেন। অবরোধ-বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। হামলা-ভাঙচুরের জেরে অনেক শিল্প-কারখানা বন্ধ রয়েছে। এ অবস্থায় জাতির উদ্দেশে ভাষণে এসে এমন প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। যেসমস্ত ভাই-বোনেরা তাদের গত ১৬ বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমার অফিস এবং সচিবালয়ের অফিস সমূহের সামনে প্রতিদিন ঘেরাও কর্মসূচি দিয়ে আমাদের কাজকর্ম ব্যাহত করছিলেন তারা আমার আহ্বানে সাড়া দিয়ে ঘেরাও কর্মসূচি থেকে বিরত হয়েছেন। তবে অন্যত্র আবার তারা তাদের কর্মসূচি দিয়ে যাতায়াতে ব্যাঘাত ও সৃষ্টি করেছেন।

তিনি বলেন, আমি কথা দিচ্ছি আপনাদের ন্যায্য আবেদনের কথা ভুলে যাব না। আমরা সকল অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যা সমাধানের চেষ্টা করব। আমি আবারও অনুরোধ করছি আপনার যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকুন। জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে।

ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যার স্মৃতি ধরে রাখতে ‘জুলাই গণহত্যা ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে নিহত ও হতাহতদের এই ফাউন্ডেশন থেকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা এই ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সরকার ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিবেশিসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বলে জানান ড. ইউনূস। বলেন, ভারত-পাকিস্তানসহ প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক চাই।

তিনি আরও বলেন, সাইবার আইনসহ সব কালো আইন বাতিল ও প্রয়োজনে সংস্কার করা হবে।

ভাষণে বন্যা পরবর্তী পুনর্বাসনে দেশবাসীর সহযোগিতা চান ড. ইউনূস।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

শেখ হাসিনাকে ভারতের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

বিজয়া দশমী: বিশেষ নিরাপত্তা ডিএমপির, প্রস্তুত বোম্ব ডিসপোজাল-সোয়াত টিম

সব সম্প্রদায়ের সমান অধিকারের দেশ গড়তে চাই: ড. ইউনূস

ভারতে পালানোর সময় কসবা সীমান্তে যুগ্ম সচিব আটক

সারজিসের বিয়ের হুজুগ তুলে নিজেই বিয়ে করলেন হাসনাত

চাকরিতে প্রবেশের বয়সসীমা কত হচ্ছে? যে সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের

সিরাত মাহফিলের উদ্দেশ্যে বের হয়ে ৮ দিন ধরে নিখোঁজ তৌহিদুল

মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দরভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে: বিজিবি মহাপরিচালক 

গ্যাস নিয়ে মিথ্যা আশ্বাস দিতে পারব না: জ্বালানি উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :