হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। বুধবার দিনগত রাত পৌনে ২টার দিকে সেখানে পৌঁছান তিনি।
এর আগে রাত ১টা ৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তবে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন নাকি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আবার রাতেই বাসায় ফিরেছেন, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/জেবি/এজে)