ইসলামপুরে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপির সংঘর্ষে আহত ১০

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১
অ- অ+

পুরান ঢাকার ইসলামপুরে চাঁদাবাজিকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এই সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার বিএনপির নেতাকর্মীরা বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের সভাপতির ওপর হামলা করার পর মার্কেটের অন্য ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

জানা যায়, মঙ্গলবার বিক্রমপুর গার্ডেন সিটি সভাপতি বাবুল হোসেন বাবুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করায় তিনি তা দিতে অস্বীকার করেন। তারই জেরে বুধবার ইসলামপুরে তাকে একা পেয়ে মারধর করেন বিএনপির কিছু নেতাকর্মী। পরে বিক্রমপুর গার্ডেন সিটিতে প্রায় ২০০ বিএনপি নেতাকর্মীরা মার্কেটে প্রবেশ করে হামলা চালায়।

তারই জের ধরে পাটুয়াটুলি, ইসলামপুর ও সদরঘাট এলাকার ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন। পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

এসময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, ‘আমরা ব্যবসায়ী, কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা আর কাউকে চাঁদা দেব না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘আমাদের মার্কেট সভাপতি বাবু ভাইকে মারছে। পরে আমাদের দোকান বন্ধ করতে বলা হয়েছে। আমাদের কথা হলো, ব্যবসায়ীদের উপর কেন হামলা হবে? দোকানদারদের গেটের সামনে গিয়ে হামলা হবে কেন? এখানে চাঁদার বিষয় থাকতে পারে। এছাড়া কমিটি নিয়ে বেশকিছু দিন গুঞ্জন শুনছি, তার প্রতিফলন হয়তো আজকে হলো।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান বলেন, ‘নূর ইসলাম, সোহরাবসহ কয়েকজন মার্কেট কমিটির সভাপতির গায়ে হাত দেয়। এরা হয়তো ছাত্রদল বা কিছু করে। মামলা হবে, যারা জড়িত প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। তিনজন আমাদের হেফাজতে আছে।’

পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে ওসি বলেন, ‘পরিস্থিতি কন্ট্রোল করার মতো ফোর্স আমার নাই। দুই পক্ষকে বুঝায়ে যেভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, সেটাই চেষ্টা করবো।’

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা