ইসলামপুরে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপির সংঘর্ষে আহত ১০

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১

পুরান ঢাকার ইসলামপুরে চাঁদাবাজিকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এই সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার বিএনপির নেতাকর্মীরা বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের সভাপতির ওপর হামলা করার পর মার্কেটের অন্য ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

জানা যায়, মঙ্গলবার বিক্রমপুর গার্ডেন সিটি সভাপতি বাবুল হোসেন বাবুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করায় তিনি তা দিতে অস্বীকার করেন। তারই জেরে বুধবার ইসলামপুরে তাকে একা পেয়ে মারধর করেন বিএনপির কিছু নেতাকর্মী। পরে বিক্রমপুর গার্ডেন সিটিতে প্রায় ২০০ বিএনপি নেতাকর্মীরা মার্কেটে প্রবেশ করে হামলা চালায়।

তারই জের ধরে পাটুয়াটুলি, ইসলামপুর ও সদরঘাট এলাকার ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন। পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

এসময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, ‘আমরা ব্যবসায়ী, কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা আর কাউকে চাঁদা দেব না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘আমাদের মার্কেট সভাপতি বাবু ভাইকে মারছে। পরে আমাদের দোকান বন্ধ করতে বলা হয়েছে। আমাদের কথা হলো, ব্যবসায়ীদের উপর কেন হামলা হবে? দোকানদারদের গেটের সামনে গিয়ে হামলা হবে কেন? এখানে চাঁদার বিষয় থাকতে পারে। এছাড়া কমিটি নিয়ে বেশকিছু দিন গুঞ্জন শুনছি, তার প্রতিফলন হয়তো আজকে হলো।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান বলেন, ‘নূর ইসলাম, সোহরাবসহ কয়েকজন মার্কেট কমিটির সভাপতির গায়ে হাত দেয়। এরা হয়তো ছাত্রদল বা কিছু করে। মামলা হবে, যারা জড়িত প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। তিনজন আমাদের হেফাজতে আছে।’

পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে ওসি বলেন, ‘পরিস্থিতি কন্ট্রোল করার মতো ফোর্স আমার নাই। দুই পক্ষকে বুঝায়ে যেভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, সেটাই চেষ্টা করবো।’

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

শনিবার রাজধানীর যেসব দর্শনীয় স্থান ও মার্কেট বন্ধ

তাঁতীবাজার মণ্ডপে পেট্রোলবোমা সদৃশ্য বোতল নিক্ষেপ, ৩ ছিনতাইকারী আটক

হামলায় পণ্ড ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন

মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

ডেমরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা নবী উল্লাহ নবী

ঢামেকে রোগীর স্বজনদের টাকা চুরি, নারীসহ আটক ২

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্বপ্নসিঁড়ির ঝমকালো আয়োজন ‘গানেই যুদ্ধ গানেই জয়’

ভাঙা রাস্তা দ্রুত মেরামতের দাবিতে দক্ষিণখানে শুক্রবার মানববন্ধন

ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তাকে পিটিয়ে হত্যা, ৩ জন আটক

মিরপুর ডিওএইচএসে পুলিশের অভিযান, সাড়ে ৫৭ লাখ টাকাসহ ৬ ডাকাত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :