শুভর প্লট বাতিল নিয়ে মুখ খুললেন তুষার

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২২

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস

সরকার পতনের কয়েকদিন না যেতেই পূর্বাচলে রাউজক থেকে বরাদ্দ পাওয়া আরিফিন শুভর ১০ কাঠার প্লট বাতিলের সিদ্ধান্ত হয়। যেটি তিনি ‘মুজিব’ সিনেমায় মাত্র ১ টাকা পারিশ্রমিকে অভিনয়ের সুবাদে শেখ হাসিনার পক্ষ থেকে উপহার পেয়েছিলেন।

শুভর সেই প্লট বাতিল হওয়া নিয়ে মুখ খুললেন জনপ্রিয় উপস্থাপক আব্দুন নূর তুষার। আওয়াজ তুললেন ১ টাকা পারিশ্রমিক নেওয়ার বিষয়েও। তার কথায়, ‘এক টাকা পারিশ্রমিকে সিনেমা করা অপরাধ নয়। অপরাধ হলো প্লট বরাদ্দ চাওয়া?’

ফেসবুকে দেওয়া পোস্টে তুষার দাবি করলেন, ‘১৩-এ ধারায় সকল সরকারের আমলে শুরু থেকে এখনো পর্যন্ত যারা প্লট বরাদ্দ পেয়েছে, সবারটা বাতিল করা হোক।’

তিনি লেখেন, ‘মুজিব’ সিনেমার জন্য তিশাও ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। ‘১ টাকা কিন্তু শুভ একা নেয় নাই। প্লট পাওয়াটাই হলো সবার জ্বালাপোড়ার বিষয়। ১ টাকা নিলে সেটা কিন্তু কোনো বিষয় না। এমনকি অভিনয়ের প্রশিক্ষণ গণভবন থেকে নিলেও না।’

তুষার লেখেন, ‘তিশা বলেছে, তাকে চরিত্র বুঝে অভিনয়ে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা। আমার মতামত পরিস্কার। ১ টাকা নিলে সেটাও অন্যায় না। বেশি নিলে সেটাও না। প্লট পেলেও অন্যায় না, না পেলে সেটাও না।’

এই উপস্থাপক আরও লেখেন, ‘তিশার খবরের সিনেমাটা মনে করিয়ে দেওয়ার জন্য। সে এক টাকা নিয়েছে সেটাও কিন্তু একটা উদারতা। জায়েদ খানও এক টাকা নিয়েছিল। এরা সকলেই সম্মান করে এক টাকা নিয়েছিল। তার মানে এক টাকা নেওয়া কিন্তু অপরাধ না। শুভ আয়নাবাজি থেকেও কোনো টাকা নেয় নাই। তাই বিষয়টা নতুন না। সমস্যা সবার এক জায়গায়- জমিটাতে।’

সবশেষে তুষার লেখেন, ‘সাংবাদিকরা কিন্তু এইভাবে কেবল ২০১১ তক ৪৩০টা প্লট এভাবে নিয়েছেন। ১৬টা প্লট নিয়েছেন তেজগাঁও শিল্প এলাকায়। এর পরের ১৩ বছরে কয়টা নিয়েছেন সেটা নিয়ে একটা তদন্ত দরকার।’

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এজে)