‘হাসিনা সরকারের পতনে একটু হলেও অবদান রেখেছি, মামলা থেকে মুক্তি কেন নয়?’
দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মতপ্রকাশের স্বাধীনতার জন্য, গুম-খুন ও দুর্নীতির বিরুদ্ধে অকুতোভয়ে লড়ে যাওয়া প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের করা মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন জাওয়াদ নির্ঝর।
যুক্তরাজ্য প্রবাসী এ সাংবাদিক বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রশ্ন তুলে বলেছেন, ‘...হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কম নির্যাতিত হইনি।’
ফেসবুক পোস্টে জাওয়াদ নির্ঝর বলেছেন, ‘হাসিনা পতনের পর ৬ শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে ঢাকার অপরাধ জগত নিয়ন্ত্রণে নেয়ার মিশনে নেমেছে। অথচ, হাসিনা সরকারের বিরুদ্ধে অনলাইনে প্রবল সোচ্চার তাসনিম খলিল, জুলকারনায়ের খান সামি, পিনাকি ভট্টাচার্য, নাগরিক টিভির নাজমুস সাকিব টিটো রহমান, ইলিয়াস হোসেন এবং আমিসহ যেসকল সাংবাদিক এবং অ্যাক্টিভিস্টের নামে ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার আইনসহ বিভিন্ন আইনে মামলা দায়ের হয়েছে, কারো মামলা নিষ্পত্তি হয়নি। অথচ, হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কম নির্যাতিত হইনি।’
তার নামে রাষ্ট্রদ্রোহ মামলাও দেওয়া হয়েছে জানিয়ে জাওয়াদ নির্ঝর বলেন, ‘৩ দিন আগেও চট্টগ্রামের সাইবার আদালতে আমার নামে একটা মামলার হাজিরা ছিল। রাষ্ট্রদ্রোহ মামলাও আছে। উপরে যাদের নাম লিখেছি, তাদের দেশে যাওয়াই লাগবে এমন নয়, কিন্তু নিজ দেশে যেতেও কেন মামলার খড়গ মাথায় থাকবে?’
‘হাসিনা পরবর্তী সময়ে আমাদের বিরুদ্ধে করা মামলাগুলো শেষ হওয়ার কোনো গতি নেই, যা হতাশাজনক। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে বসে যেসকল সাংবাদিক লেখালেখির কারণে আক্রান্ত হয়েছেন, মামলা-হামলায় পড়েছেন, তাদের মামলাগুলো রাষ্ট্রের নিজ দায়িত্বে বাতিল করার অনুরোধ করছি।’
জাওয়াদ নির্ঝর আরও বলেন, ‘শীর্ষ সন্ত্রাসীরা সরকার পতনে কতটুকু অবদান রেখেছে আমার জানা নেই। তবে আমরা একটু হলেও অবদান রেখেছি। সেটার মূল্যায়ন হোক বা না হোক, মামলাগুলো থেকে মুক্তি দেওয়া হোক।’
(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর)