মাদারীপুরে নিয়ম না মেনে পণ্য বাজারজাত করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬

মাদারীপুরে লাইসেন্স না করে পণ্য বাজারজাত ও সনদ ছাড়া পণ্য মোড়কজাত করায় দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উভয় প্রতিষ্ঠানকে অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শহরের পুরান বাসস্ট্যান্ড ও চরমুগরিয়া এলাকায় পেট্রোল পাম্প, ডাল ও তেলের মিলে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিএসটিআই-এর লাইসেন্স না করে পণ্য বাজারজাত করায় চরমুগুরিয়া অয়েল মিলস লিমিটেডের মালিক হাবিবুর রহমান মুন্সীকে ২৫ হাজার টাকা এবং সনদ ছাড়া পণ্য মোড়কজাত করায় মেসার্স জগদীশ ডাল ভান্ডারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া উভয় প্রতিষ্ঠানকে অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি শহরের পুরান বাস স্ট্যান্ড এলাকায় জ্বালানি তেল বিক্রয়ের সময় পরিমাণে সঠিক পাওয়ায় ইউসুফ ফিলিং স্টেশনকে ধন্যবাদ জানানো হয়।

মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, ‘দেশের প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার জন্য এ ধরণের অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিএসটিআই-এর ইন্সপেক্টর নাঈর আউসাফ রহমান, মাদারীপুর আনসার ব্যাটালিয়ানের এপিসি মালেকসহ অন্যরা।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :