পূর্বাচলে হাসিনা পরিবারের ও বিশেষ ক্ষমতায় বরাদ্দ প্লট বাতিলের দাবিতে মানববন্ধন
রাজউকের নতুন শহর পূর্বাচলে শেখ হাসিনার পরিবারের ১০ কাঠার ৬টি প্লটসহ অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেয়া বিগত সরকারের দোসরদের সব প্লট বরাদ্দ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় আদিবাসীরা।
শনিবার বৃষ্টি উপেক্ষা করে দুপুর ১২টার দিকে আদিবাসী সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেনের নেতৃত্বে পূর্বাচলের ১১ নম্বর সেক্টর পশি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে আদিবাসীরা জানান, রাজউকের আইন অনুসারে যাদের জমি বা বাড়ি অধিগ্রহণ করা হয়েছে, প্লট বরাদ্দের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ৬০ শতাংশ আদিবাসী প্লট পায়নি।
এদিকে গত ১০ বছর ধরে আওয়ামী লীগের পতিত সরকার আদিবাসীদের প্লট বরাদ্দ বন্ধ রাখলেও বিশেষ ক্ষমতা আইনে (১৩/এ) নিজেদের লোকজনকে হাজার হাজার প্লট বরাদ্দ দিয়েছে। এর ভেতরে শেখ হাসিনা ও তার বোন, চার সন্তান, ১৫ গাড়িচালকসহ বিনা ভোটের এমপি, রাজনীতিবিদ ও সরকারের চাটুকাররা রয়েছেন। অবিলম্বে ওই সব প্লটের বরাদ্দ বাতিল করে ক্ষতিগ্রস্ত আদিবাসিদের ফিরিয়ে দেয়ার জন্য তারা দাবি জানান।
এ সময় রাজউক ও সরকার বরাবর পাঁচ দফা দাবি তুলে ধরে আদিবাসীরা বলেন, অনতিবিলম্বে এসব দাবি পূরণ করা না হলে রাজউক ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালন করবেন তারা।
এদিকে পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের নামে বরাদ্দ ৬০ কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রাজউক সূত্রে জানা যায়, গত কয়েক বছরে পূর্বাচল, ঝিলমিলসহ চারটি প্রকল্পের আওতায় প্রায় দুই হাজার প্লট বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে পূর্বাচলে প্রায় এক হাজার প্লট বরাদ্দ দেয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে।
এর আগে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে বরাদ্দ হওয়া ২৮৫টি প্লটের ১৪৯টিই পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/মোআ)