তাজমহলের প্রধান গম্বুজে ফুটো! পড়ছে বৃষ্টির পানি
ভালোবাসার প্রতীক হিসেবে সারা বিশ্বে পরিচিত ঐতিহাসিক নিদর্শন ভারতের তাজমহলের প্রধান গম্বুজে ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ার খবর পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রথম বিষয়টি তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মকর্তার নজর আসে। তিনি তাজমহলের মূল গম্বুজ বা ডোম, (যেখানে সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজের সমাধি রয়েছে) তার ছাদ ভেজা লক্ষ্য করেন। তিনি অনুমান করেন, হয়তো ছাদে সূক্ষ্ম ফাটল ধরেছে। সঙ্গে সঙ্গেই বিষয়টি তাজমহল ঊধ্বতন কর্তৃপক্ষ ও আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ায় (এএসআই) খবর দেওয়া হয়।
মূলত তাজমহলের রক্ষণাবেক্ষণ করে এএসআই। ইতোমধ্যে তারা এ বিষয়ে কমিটি গঠন করেছে বিষয়টির ওপরে নজরদারি করার জন্য।
আগ্রা সার্কেলের এএসআই-এর সুপারেন্টেন্ডিং আর্কিওলজিস্ট রাজকুমার পাটেল জানান, ‘প্রথমে প্রধান গম্বুজের ছাদ ফাটল ধরেছে বলে মনে করা হয়েছিল। তবে পরীক্ষা করে দেখা গেছে, ছোট একটি ফুটো দিয়ে কোনোভাবে ছাদ চুঁইয়ে পানি পড়ছে। মূল অংশে কোনো ক্ষতি হয়নি। ড্রোন ক্যামেরা দিয়ে আমরা পরীক্ষা করেছি। টানা জল পড়ছে নাকি কখনও কখনও, তাও দেখা হচ্ছে।’
এদিকে গত তিন দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে আগ্রায়। এ কারণে শহরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বন্যায় তলিয়ে গেছে একটি জাতীয় সড়ক, ফসলি জমি ও আশপাশের উঁচু এলাকা। জলাবদ্ধতা দেখা দিয়েছে তাজমহল প্রাঙ্গনেও।
বৃষ্টিতে তলিয়ে যাওয়া তাজমহল প্রাঙ্গনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, স্মৃতিস্তম্ভের একটি বাগান বৃষ্টির পানিতে থই থই করছে।
প্রসঙ্গত, তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি স্থাপনা। প্রায় ৩৭৪ বছর আগে প্রিয়তমা স্ত্রী বেগম মুমতাজের স্মৃতিতে আগ্রায় যমুনা পাড়ে তাজমহল গড়েন সম্রাট শাহজাহান। মুঘল আমলের এই অসাধারণ স্থাপত্যকীর্তি ভারতের অন্যতম দর্শনীয় স্থান। যেটির অমোঘ আকর্ষণে প্রতি বছর দেশ-বিদেশ থেকে ছুটে আসেন লাখো পর্যটক।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এমআর)