আখাউড়ায় স্কুল শিক্ষকের মৃত্যুর কারণ উদঘাটনের দাবিতে অবস্থান কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হীরাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এরফানুল ইসলাম শরীফের মৃত্যুর কারণ উদঘাটনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বিকালে ছাত্র-শিক্ষক ও সাধারণ জনগণের আয়োজনে শহরের সড়ক বাজার মুক্ত মঞ্চে অবস্থান কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির মানসিক নির্যাতনে এরফানুল ইসলামের মৃত্যু হয়েছে বলে দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনকে রবিবারের মধ্যে আখাউড়া থেকে প্রত্যাহার করে বিচারের আওতায় আনার দাবিও জানান তারা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক আবুল হাসান, শিক্ষক দেওয়ান সাজিদুল হক, শিক্ষক সাব্বির হোসেন, শফিকুল আলম তুরান, আসাদুজ্জামান খান খোকন, পারভিন আক্তার ও ছাত্র মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে নিজ বিদ্যালয়ে দায়িত্বরত অবস্থায় এরফানুল ইসলাম মৃত্যু বরণ করেন। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষকদের পক্ষ থেকে স্কুল কমিটির সভাপতি ও ইউএনও গাজালা পারভিন রুহির বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়।
তবে ইউএনও গাজালা পারভীন রুহি ওই শিক্ষককে কোনো নির্যাতন করেননি বলে দাবি করেন।(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/পিএস)