বরগুনায় তীরে ফেরেনি ২৩ ট্রলার ও ২০০ জেলে
মৌসুমি বায়ুর প্রভাবে সাগরের সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সাগর থেকে উপকূলে ফিরে আসতে পারেনি ২৩ ট্রলারসহ প্রায় ২০০ জেলে। এখন পর্যন্ত তাদের সম্পর্কে তথ্য দিতে পারেনি বরগুনা জেলা মৎস্য ট্রলার মালিক সমিতি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে জেলার মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।
ট্রলার মালিক সমিতির সভাপতি বলেন, চার দিন ধরে সাগরের নিম্নচাপ থাকায় বৈরী আবহাওয়া শুরু হয়। এরপর সাগর উত্তাল হয়েছে। এর মধ্যে অনেক জেলে ট্রলার নিয়ে তীরে ফিরেছে। কিন্তু এ পর্যন্ত আরও ২০০ জেলে ট্রলারসহ সাগরে রয়েছে। তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।
ফিরে আসা জেলেরা জানান, সাগর প্রচণ্ড উত্তাল। বিশাল ঢেউয়ের মধ্যে ট্রলার নিয়ে সাগরে থাকা সম্ভব নয়।
এলাকায় দুই দিন বিদ্যুৎ না থাকায় সাগরে থাকা ট্রলারের জেলেদের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিকের পক্ষ থেকে জেলেদের সন্ধানে পাঁচ-ছয়টি ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। সাগরের নিম্নচাপ কমে গেলে এগুলো পাঠানো হবে নিখোঁজ ট্রলারগুলো খোঁজে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিখোঁজ ট্রলারগুলো দুর্ঘটনায় পড়ে থাকতে পারে।
সমুদ্রে নৌবাহিনী জেলের সন্ধান করছে বলে জানান পাথরঘাটা কোস্টগার্ড জোনের লেফটেন্যান্ট মোহাম্মদ সাকিব মেহেবুব। তিনি বলেন, ‘আমরা যে তথ্য পেয়েছি তাতে বেশ কিছু ট্রলার ও জেলে নিখোঁজ রয়েছে। সমুদ্রে নৌবাহিনীর কয়েকটি জাহাজ আছে, তারা নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ করছে। আশা করি তাদের উদ্ধার করতে সক্ষম হবে।’
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/মোআ)