শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি শাহে আলম তিন দিনের রিমান্ডে

​​​​​​​আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৩

বরিশাল- আসনের সাবেক সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম তালুকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলশান ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ রিমান্ড আবেদন করেন। এর আগে শনিবার শাহে আলম তালুকদারকে আটক করে পুলিশে দেয় জনতা। পরে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, নাইমুর রহমান (২২) গুলশান ডিগ্রি কলেজের ছাত্র এবং বৈষম্যবিরোধী আন্দোলনকারী। গত ১৯ জুলাই গুলশান থানাধীন শাহাজাদপুর মেইন রোডস্থ সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের সামনে অবস্থান করে হাজার হাজার ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলন করতে থাকে। বিকাল ৪টার পর ৪০০/৫০০ জন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছুড়ে। এতে অনেক আন্দোলনকারী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে নাইমুর রহমানও ছিলো। পরে তার বাবা ৬৪ জনের নামে মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেনসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, সাবেক চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন, সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, সাবেক বিদুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি নুর মোহাম্মদ।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা: গ্রেপ্তার পাঁচজনের ৪ দিনের রিমান্ড

হাইকোর্টে একসঙ্গে ৫ নারী বিচারপতি নিয়োগ

শেখ হাসিনার বিরুদ্ধে সম্পাদক মাহমুদুর রহমানের মামলা 

১১ কোটির বেশি নাগরিকের তথ্য বিক্রির মামলায় তারেক বরকতউল্লাহ কারাগারে

কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র, রিমান্ডে কমোডর মনিরুল

শিবলী-খোকন-বাবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা 

এক্সিম ব্যাংকের নজরুল রিমান্ড শেষে কারাগারে

বরখাস্ত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ মামলা

গুম ও হত্যাচেষ্টা মামলায় আসামি শেখ হাসিনা-মমতাজ-শমী-তারানা

প্রযোজকের বিরুদ্ধে করা শাকিবের মামলা খারিজ, যাবেন আদালতে

এই বিভাগের সব খবর

শিরোনাম :